ক্যানিং, ২৫ ডিসেম্বর (হি.স.): নিজেদেরকে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে এলাকায় ছিনতাই করছিল দুই যুবক। কেউ প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দিচ্ছিল। শনিবার বিকেলে এই অভিযোগ পেয়ে ক্যানিং থানার পুলিশ ক্যানিং বৈতরণী এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করে দুই অভিযুক্তকে। ধৃতদের নাম সাদ্দাম হোসেন পুরকাইত ও বাপি সর্দার নামে দুইজনকে গ্রেফতার করে। এঁদের দুজনের বাড়িই ক্যানিং থানা এলাকায়। গত কয়েকদিন ধরে এরা ক্যানিং এলাকায় এই ধরনের নানা অসামাজিক কাজকর্ম শুরু করেছিল। ধৃতদেরকে রবিবার আলিপুর আদালতে তোলা হবে। এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।
2022-12-25

