নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): রবিবার দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই বিশেষ দিনটি সমাজে সম্প্রীতি ও আনন্দকে আরও শক্তিশালী করার কামনা করেন।
প্রধানমন্ত্রী মোদী এক টুইটে বলেছেন- ‘বড়দিনের শুভেচ্ছা। এই বিশেষ দিনটি আমাদের সমাজে সম্প্রীতি ও আনন্দের চেতনা বাড়িয়ে তুলুক। আমরা প্রভু যীশু খ্রীষ্টের আদর্শ চিন্তা এবং সমাজের সেবার উপর জোর দেওয়ার কথা স্মরণ করি।উল্লেখ্য ২৫ ডিসেম্বর বিশ্বে বড়দিনের উৎসব পালিত হয়।

