সোনাপুর, ২৫ ডসেম্বর (হি.স.) : ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ ব্লকের পররপার এলাকায়। রবিবার সকালে বাড়িতেই বাবাকে খুন করার অভিযোগ ওঠে রবি দাস নামে ওই যুবকের বিরুদ্ধে। খুনে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি, খুনে অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন।
পুলিশ সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ ব্লকের পররপার এলাকার বাসিন্দা কৃষ্ণা রবি দাসের(৭৫) । রবিবার সকালে দা দিয়ে তাঁর গলায় আঘাত করে তাঁর ছেলে রবি দাস । ঘটনাস্থলে মৃত্যু হয়ে কৃষ্ণা রবি দাসের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় আলিপুরদুয়ার থানার পুলিশ। খুনে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, দেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের সময় বাড়িতে কেউ ছিল না বলেই জানা গিয়েছে। তবে মৃতের বাড়ির লোকের দাবি, খুনে অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

