কাজের উপর নির্ভর করে নেতা নির্ধারিত হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ একটি আদর্শ নিয়ে চলা উচিৎ সংগঠন গুলির৷ অধিক কমিটি গঠিত হলে তা সমস্যার কারন হয়ে দাঁড়ায়৷ রবিবার টাউন হলে ত্রিপুরা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের সদর সাব ডিভিশন কমিটির ষষ্ঠ দ্বি বার্ষিক সাধারণ বৈঠকের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷
শৃঙ্খলা বজায় রাখতে হবে৷  দীর্ঘ দিনের চলে আশা এই সংসৃকতির পরিবর্তন প্রয়োজন৷  গ্রুপ করলে কোন লাভ হবে না৷ কাজের উপর নির্ভর করে নেতা নির্ধারিত হবে৷ চেহারা দিয়ে কিছু আসে যায় না৷ যারা কাজ জানে না তাদের আলাদা রাখতে হবে৷ কার্যসিদ্ধির জন্য এ্যাসোসিয়েশনে থাকার মানসিকতা রাখলে চলবে না৷ মানুষের জন্য কাজ করলে মানুষ গ্রহণ করবে৷ রবিবার টাউন হলে ত্রিপুরা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের সদর সাব ডিভিশন কমিটির ষষ্ঠ দ্বি বার্ষিক সাধারণ বৈঠকের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কপর্োরেটার রত্না দত্ত, বিশিষ্ট সামজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা৷