লক্ষ্মীপুর (কাছাড়, অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত জিরিঘাটে নির্মীয়মাণ একটি বাড়ির ওপর লাগোয়া টিলাভূমি ধসে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হতভাগ্য শ্রমিককে কৃষ্ণ রায় (২৯) বলে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি একই ঘটনায় এক শ্রমিক সাজন্তি মুড়া নিখোঁজ এবং গুরুতরভাবে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।
জানা গেছে, জিরিঘাট কলোনির বাসিন্দা জনৈক রমণ দাসের গৃহ নির্মাণকাজ চলাকালে আজ রবিবার শেষ বিকেলের দিকে ভয়ানক এই ভূমিধসেরর ঘটনা সংঘটিত হয়েছে। গৃহ নির্মাণের কাজ চলছিল। আচমকা লাগোয়া টিলা থেকে ধস নেমে কর্তব্যরত মোট পাঁচ শ্রমিক মাটিচাপা পড়েন। এর মধ্যে কৃষ্ণ রায়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিন শ্রমিককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু এখনও নিখোঁজ অপর এক শ্রমিক সাজন্তি মুড়া।
সাজন্তি মুড়াকে উদ্ধারের জন্য তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছেন এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় জনতা। সেখানে কাজের তদারকিতে অবস্থানরত গৃহকর্তা রমণ দাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রমণ দাসের গৃহ নির্মাণ করতে বাড়ির ভেতরে বিদ্যমান টিলাভূমি কাটার কাজ চলছিল। দু’টি এসকেকেভেটর দিয়ে মাটি কাটার কাজ শুরু করা হয়। এর মধ্যে ঘটে যায় এই অঘটন। শেষ বিকেলের দিকে মাটি কাটার সময় হঠাৎ টিলা ধসে পড়ে। রমণ দাস, কৃষ্ণ রায়, সাজন্তি মুড়া সহ মোট পাঁচজন মাটির নীচে চাপা পড়েন। রমণ এবং আরও দু-জনের কোমড় পর্যন্ত ধসে আটকে পড়ায় তাদের তড়িঘড়ি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি দু’জন মাটি চাপায় নিখোঁজ হয়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজে নেমে পড়েন। ঘণ্টা-খানেকের মধ্যে সন্ধ্যার দিকে কৃষ্ণ রায়ের নিথর দেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
উদ্ধারকৃত মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মাটির নীচে নিখোঁজ সাজন্তি মুড়ার সন্ধানে পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ভূমিধসের ঘটনাকে কেন্দ্র করে গোটা জিরিঘাট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।