ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।।জয়ে ফিরলো ধলাই ওয়ারিয়র্স। দলনায়িকা প্রীয়াঙ্কা আচার্য-র হাত ধরে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলাদের টি-২০ ক্রিকেটে। রবিবার মেলাঘররে শহীদ কাজল ময়দানে দিনের দ্বিতীয় ম্যাচে ধলাই ওয়ারিয়র্স ৫০ রানে পরাজিত করে ইউনাটেড সাউথ ব্লাস্টার্সকে। সকালে টসে জয়লাভ করে ধলাই ওয়ারিয়র্স প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান করে। দলের পক্ষে দলনায়িকা প্রীয়াঙ্কা আচার্য ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, অম্বিকা দেবনাথ ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং দেবযানি দেব ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। ইউনাটেড সাউথ ব্লাস্টার্সের পক্ষে বিজলী দাস (২/২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউনাটেড সাউথ ব্লাস্টার্স ১৬.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬১ রান করে। দলের পক্ষে অম্বেষা দাস ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রান পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। ধলাই ওয়ারিয়র্সের পক্ষে প্রীয়াঙ্কা আচার্য (২/৬), সুইটি সিনহা (২/১৮) এবং ঝুলন মজুমদার (২/২১) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের প্রীয়াঙ্কা আচার্য।
2022-12-25

