নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ পানিসাগর রেল স্টেশন থেকে গাঁজা সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ গাঁজাসহ আটক যুবক বিহারের বাসিন্দা৷ আগরতলা থেকে ধর্মনগর গামী ট্রেনে করে এক ব্যাক্তি পানিসাগর স্টেশনে পৌছা মাত্র ট্রেন থেকে নেমে দৌড়ে পালিয়ে যেতে দেখে স্থানীয় এলাকার লোকজনের সন্দেহ হয়৷ স্টেশনে থাকা উপস্থিত মানুষেরা তাকে আটক করে উওম মধ্যম দিতে থাকেন৷ স্থানীয় ইরিক্সা চালকেরা তাকে জনরোষ থেকে বাচিয়ে পানিসাগর পুলিশের হাতে তুলে দেয়৷ যুবকটির নাম মুকেশ কুমার, পিতা নাগেশ্বর রাই,বাড়ি বিহারের রঘুপুরে৷ পানিসাগর থানার পুলিশ তাকে জোর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ব্যাগের ভিতরে থাকা তিন বান্ডিলে মোট ছয় কিলো গাজা বাজেয়াপ্ত করে৷ ধৃত যুবকটি জানায়,গাজা গুলি আগরতলা থেকে বিহারের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল৷ তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আগরতলার কোথা থেকে গাজাগুলি নিয়ে আসছিলো তা স্পষ্ট করে বলেনি৷ তবে ছয় কিলো গাজা মোট পনেরো হাজার টাকা দিয়ে ক্রয় করেছে বলে স্বীকার করেছে৷ পানিসাগর থানা এন,ডি,পি,এস ধারায় একটি মামলা রুজু করে তদন্ত কার্য চালিয়ে যাচ্ছে৷ ধারনা করা হচ্ছে অচিরেই আসল পান্ডাদের বিষয়ে সঠিক সন্ধান পাওয়া যাবে৷
2022-12-25

