মুম্বই, ২৫ ডিসেম্বর (হি.স.): টিভি সিরিয়ালের সেটে অস্বাভাবিকভাবে মৃত অভিনেত্রী তুনিশা শর্মার দেহের ময়নাতদন্ত রবিবার ভোরে নাইগাঁর জেজে হাসপাতালে হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রবিবার ওয়ালিভ পুলিশ জানায়,”সকাল ৪:৩০ টা পর্যন্ত ময়নাতদন্ত করা হয় এবং ৪-৫ জন পুলিশ কর্মীও উপস্থিত ছিলেন।” মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। প্রসঙ্গত, টিভি সিরিয়ালের সেটে শনিবার অভিনেত্রী তুনিশা শর্মা (২০) চা বিরতির পরে অভিনেত্রী টয়লেটে যান এবং তিনি ফিরে না এলে পুলিশ দরজা ভেঙ্গে তার দেহ উদ্ধার করে।
ওয়ালিভ পুলিশ অভিনেত্রী তুনিশা শর্মার সহ-অভিনেতা শিজান খানকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে।
ওয়ালিভ পুলিশ জানিয়েছে, ধৃত খানকে সোমবার আদালতে হাজির করা হবে। এর আগে, পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালিয়ে অভিনেত্রী তুনিশা শর্মাকে যেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেখানে পুলিশ বিশেষ তল্লাশি করে নমুনা সংগ্রহের কাজ করেছে। খুন এবং আত্মহত্যা দুদিক থেকেই টিভি অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু তদন্ত করবে। অভিনেত্রী সর্বশেষ যে সিরিয়ালে কাজ করছিলেন তার সেটে উপস্থিত লোকেরা দাবি করেন যে তিনি আত্মহত্যা করে মারা গেছেন।