মুম্বই, ২৪ ডিসেম্বর (হি.স.): বসাইয়ের ভালিভ পুলিশ দুই নাইজেরিয়ানকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
একটি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাইগাঁও পূর্ব এলাকা থেকে দুই নাইজেরিয়ান কায়োদে আমিউ আদিসা (৪৭) এবং দারমোলা তোলুপ আদবোলা (৩৭)কে গ্রেফতার করেছে। পুলিশের মতে, দুজনেই জাল পাসপোর্ট এবং ভিসা তৈরি করে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। ভালিভ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ৪২০, ৪৬৫, ৪৬৭ এবং অন্যান্য ধারায় মামলা দায়ের করে আরও তদন্ত করছে।