শীতকালীন অধিবেশনে যোগ না দেওয়ায় রাহুলকে কটাক্ষ প্রহ্লাদের, বিঁধলেন জয়রামকেও

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): সংসদের শীতকালীন অধিবেশনে যোগ না দেওয়ায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। একইসঙ্গে সমালোচনা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশকেও। বিরোধীরা দেশের জওয়ান এবং প্রতিষ্ঠানকে বিশ্বাস করছেন না বলে সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশি অভিযোগ করেছেন।

সংসদ ভবনের বাইরে তিনি শুক্রবার বলেন, ভারত–চিন ইস্যুতে বিবৃতি দেওয়া সত্ত্বেও বিরোধীরা আলোচনার দাবি জানাচ্ছেন। সংসদের অধিবেশন কাটছাঁট করার বিষয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন তোলায় শ্রী জোশি তাঁরও সমালোচনা করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবারের অধিবেশনে অংশ গ্রহণ না করায় বিষয়টিকেও শ্রী জোশি কটাক্ষ করেন। প্রহ্লাদ জোশি বলেছেন, শীতকালীন অধিবেশন নির্ধারিত সময়ের আগে স্থগিত করা সর্বসম্মত সিদ্ধান্ত ছিল… আমি চাই রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা চালিয়ে যান। একটি ট্র্যাক রেকর্ড রয়েছে যে তিনি যেখানেই যান, সেখানে কংগ্রেস পরাজিত হবে। তবে আমি আশা করি তিনি স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করবেন।