শীতের কামড়ে কাঁপছে উত্তর ভারত; দিল্লি ফের মরশুমের শীতলতম, বিঘ্নিত ট্রেন চলাচল

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.) : শীতের কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। দিল্লি থেকে উত্তর প্রদেশ, পঞ্জাব থেকে হরিয়ানা-সর্বত্রই জমজমাট ঠাণ্ডা। শুক্রবার ফের একবার মরশুমের শীতলতম দিন উপভোগ করল রাজধানী দিল্লি। এদিন দিল্লিতে তাপমাত্রার পারদ কমে ৫.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। জম্পেশ শীতের মধ্যেও কুয়াশা পিছু ছাড়ছে না। ঘন কুয়াশার কারণে এদিনও দৃশ্যমানতা কম ছিল দিল্লি-সহ উত্তর ভারত জুড়ে। আর তাই এদিন ২১টি ট্রেন দেরিতে চলাচল করেছে।

দিল্লিতে এদিন সকালে জাঁকিয়ে ঠাণ্ডা ছিল, একই রকম অথবা তার বেশি ঠাণ্ডা ছিল উত্তর প্রদেশ ও পঞ্জাবে। পঞ্জাবের ভাটিন্ডা এদিন সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সকাল ৮.৩০ মিনিট পাটিয়ালা ও আম্বালায় দৃশ্যমানতা ছিল ২৫ মিটার। হিসার, রোহতক, কর্নাল, চুরু, গঙ্গানগর, মিরাট, বেরেলি, গোরক্ষপুর এবং আগরতলায় ৫০ মিটার। দিল্লি (সফদরজং এবং পালাম)- ২০০ মিটার। শনিবারের আগে কুয়াশা কাটার কোনও সম্ভাবনা নেই উত্তর ভারতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *