আনুষ্ঠানিক উদ্বোধন হলো, আজ থেকে মেলাঘরে উইমেন্স টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।। আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আইপিএল ধাঁচে ত্রিপুরায় প্রথম উইমেন্স টি-টোয়েন্টি লীগ। আলোর রোশনায় ও শব্দের মুর্ছনায় বর্ণাঢ্য অনুষ্ঠান দীর্ঘদিন মেলাঘরবাসী স্মরণে রাখবেন।‌ আগামীকাল থেকে শুরু হবে উইমেন্স টি-২০ লীগের ম্যাচ। রাজ্যের আটটি জেলার প্রতিভাবান জুনিয়র-সিনিয়র মহিলা ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত ছয়টি দলকে নিয়ে এই বাইজুস উইমেন্স টি-টোয়েন্টি লীগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দান তথা মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৭ দিন ব্যাপী টুর্নামেন্টে মোট ৩৩টি  ম্যাচ  হবে। ডাবল লীগ পদ্ধতিতে ৩০টি লীগ ম্যাচ। এরপর দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। আগামীকাল সকাল সাড়ে আটটায় সিপাহীজলা স্টার্স ও ওয়েস্ট ত্রিপুরা টাইটানসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিধায়ক সুভাষ চন্দ্র দাস, জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মেলাঘর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গুরুপদ রায়, টিসিএ’র সহ-সভাপতি তিমির চন্দ, সম্পাদক তাপস ঘোষ, যুগ্ম-সম্পাদক তথা উইমেন্স টি-টোয়েন্টি লীগের চেয়ারম্যান জয়ন্ত দে, কোষাধ্যক্ষ জয়লাল দাস, সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ দাস, টিসিএ’র সোনামুড়া প্রতিনিধি বিশ্বজিৎ ভৌমিক, টিসিএ’র এপেক্স কাউন্সিল মেম্বার মানিক লাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন টিসিএ-র সভাপতি তপন লোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *