নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ সম্প্রতি রাজ্যের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম সুকলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকার অমানবিকতার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক ছাত্র৷ সেই ছাত্রের নাম অর্কদ্বীপ মজুমদার৷ বুধবার রাজধানীর গোর্খাবস্তি সংলগ্ণ এলাকায় সেই সুকলের সামনে গিয়ে এন এস ইউ আই -এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়৷ পরবর্তী সময়ে প্রদেশ এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় জানান সুকলের অধ্যক্ষের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ দাবি জানানো হয়েছে যাতে অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করা হয়৷
2022-12-21

