তেলিয়ামুড়ায় বানরের উৎপাত বন্ধ করতে ব্যর্থ বনকর্মীরা, নির্বিচারে চলছে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়ায় বানরের উৎপাতে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছেন৷ বানরের উৎপাত বন্ধ করতে বনদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ একাংশের জনগণ ক্ষুব্ধ হয়ে বানরকে হত্যা করতে উদ্ধত হচ্ছেন৷ এ ধরনের প্রবণতা বন্ধ করার জন্য বনদপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বন্যপ্রাণী প্রেমীরা দাবি জানিয়েছেন৷৷ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’- কথাটি যেমন বাস্তব সত্য,ঠিক তেমনি বর্তমান সময়কালে বনের কিছু পশু পাখি বন ধীরে ধীরে ধবংস হয়ে যাওয়ার ফলে লোকালয়ে চলে আসছে৷ তেলিয়ামুড়ায় হাতির সমস্যার বানরের উৎপাত চরম আকার ধারণ করেছে৷ বানরের সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণ করলেও প্রায় প্রত্যেকদিন বনদপ্তরের উদাসীনতায় বানর হত্যার ঘটনা ঘটে চলেছে৷ তা দুর্ঘটনাই হোক কিংবা সাধারণ মানুষ জনদের রোষানলে পড়েই হোক বানরের মৃত্যু ঘটে চলেছে৷ ’বানর’ ইদানীং কালে সাধারণ মানুষ জনদের ব্যাপক হয়রানি করছে৷ কখনো কখনো বাড়ি ঘরে প্রবেশ করে মানুষ জনদের মূল্যবান সামগ্রী, খাদ্যবস্ত ইত্যাদি নিয়ে পালিয়ে যাচ্ছে৷  আবার কখনো দলবেঁধে মানুষজনদের উপর হামলাও চালাচ্ছে৷ বনদপ্তর থেকে বানর তাড়ানোর উদ্দেশ্যে   একটি দল গঠন করে দেওয়া হয়েছিল৷ বানর তাড়ানোর কাজে নিযুক্ত কর্মীদের উদাসীনতায় এবং বনদপ্তরের খামখেয়ালীর ফলে  তেলিয়ামুড়া গৌরাঙ্গটিলা এলাকায় কে বা কারা  বানরকে নৃশংসভাবে গলায় দড়ি বেঁধে মেরে নোংরা আবর্জনার সঙ্গে ফেলে রেখে চলে যায়৷ পরবর্তীতে এলাকার সচেতন মানুষজন সহ পশু প্রেমীরা ঘটনাটি প্রত্যক্ষ করে  বন কর্মীদের ঘটনার খবর পাঠায়৷ অন্যদিকে, একই দিনে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তেলিয়ামুড়া থানা সংলগ্ণ দশমীঘাট রাস্তার উপর একটি দৈত্যাকার বানর মাটিতে লুটিয়ে পড়ে৷ তেলিয়ামুড়াবাসী চাইছে তেলিয়ামুড়া থেকে  বানরের উৎপাত বন্ধ করার জন্য বনদপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক৷  অন্যদিকে এভাবে নৃশংসভাবে বানর হত্যার ঘটনাকে মোটেও ভালো চোখে দেখছে না পশুপ্রেমী মহল৷