বাইহাটা (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : দুরন্ত যানবাহন ধরতে কামরূপ গ্রামীণ জেলার বাইহাটা চারিআলির জাতীয় সড়কে গভীর রাতে জেলাশাসক ও পুলিশ সুপার ব্যাপক অভিযান চালিয়েছেন।
জেলাশাসক কীর্তি জল্লি এবং পুলিশ সুপার হিতেশচন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ আহমেদের অভিযানে ধরা পড়ে একের পর এক দুরন্ত মোটর বাইক। অভিযানের সময় নথিপত্র বিহীন বেশ কযেকটি দুরন্ত মোটর বাইকার্সের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন তাঁরা।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মার নিৰ্দেশে সড়ক দুর্ঘটনা এড়াতে কঠোর হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসন। আসন্ন বর্ষশেষ তথা ৩১ ডিসেম্বর এবং চলমান পিকনিকের মরশুমে মদ্যপান করে যাতে কোনও চালক বাইক বা গাড়ি না চালায় তার জন্য এই সজগতা চালিয়েছে প্রশাসন।

