সময়ের আগেই শেষ হতে পারে শীতকালীন অধিবেশন, সম্ভবত ২৩ ডিসেম্বর

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যেতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। সম্ভবত আগামী ২৩ ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনের অন্তিম দিন। সূত্রের খবর, সদ্য সমাপ্ত লোকসভার বিজনেস এডভাইজরি কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এটি ঠিক হয়েছে যে আগামী ২৩ ডিসেম্বর সমাপ্ত হবে সংসদের শীতকালীন অধিবেশন।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন, শেষ হওয়ার কথা আগামী ২৯ ডিসেম্বর। মঙ্গলবার সূত্র মারফত শোনা যাচ্ছে, এক সপ্তাহ আগে অর্থাৎ ২৩ ডিসেম্বর সমাপ্ত হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন।