আগরতলা, ২০ ডিসেম্বর (হি. স.) : সম কাজে সম বেতন সহ সাত দফা দাবিতে মঙ্গলবার বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন রাজ্য কমিটি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি আব্দুল আলিম বলেন, মাদ্রাসা শিক্ষকদের সম কাজে সম বেতন সহ সবশিক্ষা শিক্ষকদের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হোক। সাথে তিনি যোগ করেন, মাদ্রাসায় কর্মরত অবস্থায় শিক্ষকের মৃত্যু হলে, তাঁর পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা দিতে হবে।
এছাড়া, মাদ্রাসায় শূন্যপদ পূরণ, ত্রিপুরা এসইএমএম স্কিমের অধীনে ১২৯টি মাদ্রাসায় কর্মরত শিক্ষকসহ মাদ্রাসাকে সরকারি অনুদানের আওতায় আানার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে মাদ্রাসা শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।