নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । আগামীকাল বুধবার সেই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দেওয়া হয়েছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-কে। ইডিকে সোমবারই এই নির্দেশ দিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালত। অনুব্রতকে যাতে দিল্লি না নিয়ে যাওয়া হয়, সেজন্য বারবারই সওয়াল করতে দেখা গিয়েছে তাঁর আইনজীবী কপিল সিব্বলকে। এদিকে, মঙ্গলবার একটি পুরোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কেষ্টকে। তাঁর সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।

