সিপিএম রাজ্য সম্পাদকের কর্মসূচিতে যেতে বাধা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মালদা, ১৯ ডিসেম্বর (হি. স.) : সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সভায় যেতে বাম কর্মী সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠল। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে।

সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে সিপিএমের যুব সংগঠনের, রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মশালা উপলক্ষে উপস্থিত থাকার কথা দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য রাজ্য এবং জেলা নেতৃত্বের। হরিশ্চন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের পাশের ময়দানে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কিন্তু তার আগেই হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে ছড়ায় উত্তেজনা। সিপিআইএম নেতা-কর্মীদের অভিযোগ, এলাকার তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে।

মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য, তৃণমূলের দুর্নীতি আরও প্রকাশ্যে চলে আসবে। তাই ভয় পেয়ে এই ধরনের আচরণ করছে তারা। বামেদের অভিযোগ, তাঁদের কর্মসূচিতে গেলে আবাস যোজনা তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। এলাকায় নানা বাড়িতে গিয়ে এমনটাই হুমকি দেওয়ার অভিযোগ বামেরা তুলেছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে। প্রতিবাদে সুলতান নগর এলাকার সাইরা গ্রামে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। তাদের দাবি ভয় পেয়েছে শাসক দল। তাই যে কোনও ভাবে কর্মসূচি আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা।

বাম কর্মী সমর্থকদের দাবি, শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে তাঁদের কর্মসূচিতে সামিল হয়েছেন বহু মানুষ। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। তাদের পাল্টা দাবি, কর্মসূচি ফ্লপ হবে বুঝতে পেরে সিপিএম অর্থহীন অজুহাত দিচ্ছে।