কালাইন (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার অসম–মেঘালয় আন্তঃরাজ্য সীমান্তবর্তী কালাইনছড়া থেকে ফের বাজেয়াপ্ত হয়েছে বার্মিজ সুপারি। কালাইন থেকে মেঘালয়ে যাওয়ার পথে কালাইন পুলিশ এএস ১১ ডি ২৩১৩ নম্বরের ম্যাজিক মডেলের মিনিট্রাক আটক করে তা থেকে উদ্ধার হয়েছে ২০ বস্তা বার্মিজ সুপারি।
আটক করা হয়েছে ম্যাজিকের চালক কালাইন এলাকার জাবেদ হুসেন বরভুইয়াঁকে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ম্যাজিক মিনিট্রাককে।