মুম্বই, ১৯ ডিসেম্বর (হি.স.): সোমবার গোয়া মুক্তি দিবসে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়া মুক্তি দিবসে আন্দোলনকারী সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ তাঁরা করেন।
একটি টুইট বার্তায় রাষ্ট্রপতি বলেন, “গোয়ার মুক্তি দিবসে আমি সমস্ত দেশবাসীকে বিশেষ করে গোয়ার জনগণকে আমার শুভেচ্ছা জানাই। ঔপনিবেশিক শাসনের হাত থেকে গোয়াকে মুক্ত করার জন্য যাঁরা যুদ্ধ করেছিলেন সেই স্বাধীনতা সংগ্রামীদের আমরা শ্রদ্ধা জানাই। রাজ্যবাসীর প্রতি আমার শুভকামনা।
একটি টুইট বার্তায়, উপরাষ্ট্রপতি বলেন, “গোয়ার মুক্তি দিবসে, আসুন আমরা শহিদ এবং মুক্তিযোদ্ধাদের স্মরণ করি যারা বিদেশী শাসন থেকে রাজ্যের মুক্তির জন্য লড়াই করেছিলেন। গোয়ার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন এবং প্রশংসা করা উচিত। রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার শুভকামনা।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “গোয়ার মুক্তি দিবসে গোয়ার জনগণকে শুভেচ্ছা। এদিনে আমরা যারা গোয়াকে মুক্ত করার আন্দোলনের অংশ ছিলেন তাদের সকলের সাহসিকতা এবং স্মরণীয় অবদানকে স্মরণ করি। আমরা তার দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে গোয়ার উন্নয়নে কাজ করছি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, “গোয়ার মুক্তি দিবসে আমাদের বোন ও ভাইদের শুভেচ্ছা। গোয়াকে বিদেশী শাসন থেকে মুক্ত করার জন্য যারা কঠোর পরিশ্রম করেছিলেন সেই সমস্ত বীরদের স্মরণ করে, আমি তাদের বীরত্ব ও সাহসিকতাকে অভিনন্দন জানাই।
প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী কয়েক বছরের ঔপনিবেশিক শাসন থেকে গোয়াকে মুক্ত করতে ‘অপারেশন বিজয়’ শুরু করেছিল। ভারতীয় সেনাবাহিনী ১৯ডিসেম্বর ১৯৬১ সালে পর্তুগিজদের দখল থেকে গোয়া, দমন এবং দিউকে মুক্ত করে পর্তুগিজরা শেষ ইউরোপীয় শাসক হিসেবে ভারত ছেড়ে চলে যায়। সেই থেকে অভিযানের সাফল্যের স্মরণে প্রতিবছর ১৯ ডিসেম্বর গোয়া মুক্তি দিবস পালিত হয়।