দীপঙ্করের অর্ধশতক সত্ত্বেও ইনিংসেই হারলো ত্রিপুরা, মধ্যপ্রদেশ জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। ইনিংস পরাজয় এড়ানো সম্ভব হলো না ত্রিপুরার। মহারাষ্ট্রের মতো মধ্যপ্রদেশের কাছেও একপ্রকার গো-হারা হারতে হলো ত্রিপুরার অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের। মধ্যপ্রদেশ ইনিংস সহ ৬৫ রানের ব্যবধানে ত্রিপুরাকে হারিয়ে বোনাস সহ ৭ পয়েন্ট অর্জন করে নিয়েছে। প্রথম ইনিংসের মতো ত্রিপুরার টেল এন্ডার ব্যটার্সরা দ্বিতীয় ইনিংসে কিছুটা রান পেলে পরাজয় এড়ানো যেতো। ওপেনিং জুটির দীপঙ্কর এবং দেবাংশু আউট হয়ে প্যাভেলিয়নের ফিরতেই ত্রিপুরা দল যেন পরাজয়ের প্রমাদ গুনতে থাকে। দীপঙ্কর অর্ধশতক করেছে এটাই স্বস্তির খবর। ১০৭ বল খেলে ১১ টি বাউন্ডারি সহযোগে দীপঙ্কর ভাটনগর ৫৪ রান করে উপযুক্ত ওপেনারের স্থানটি ধরে রাখতে পেরেছে। দেবাংশুর ২৬ রানের পর বিশাল শীলের ২৪ রান ও দেবজ্যোতি পালের ১৪ রান কিছুটা উল্লেখ করার মতো। মধ্যপ্রদেশের বোলার আয়াম সরাদানা দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট তুলে নিয়েছে ৩৫ রানের বিনিময়ে। দুই ইনিংস মিলিয়ে তার ৯টি উইকেট হলো। উল্লেখ্য, সুরাটে সি.কে পিঠাওয়ালা গ্রাউন্ডে বিজয় মার্চেন্ট ট্রফির চতুর্থ ম্যাচে ত্রিপুরা দল মধ্যপ্রদেশের কাছে ইনিংসে হেরে পয়েন্ট খুইয়েছে। প্রথম ম্যাচেও মহারাষ্ট্রের কাছে ইনিংস সহ ১১৩ রানের ব্যবধানে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে আসামের কাছে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল। তৃতীয় ম্যাচে দুরন্ত জয় ত্রিপুরার। সিকিমকে ইনিংস সহ ৩১১ রানের ব্যবধানে হারিয়ে বোনাস সহ ৭ পয়েন্ট পেয়েছিল। গ্রুপ লীগে ত্রিপুরার শেষ ম্যাচ আগামী ২৩ থেকে ২৫ ডিসেম্বর, উড়িষ্যার বিরুদ্ধে। সংক্ষিপ্ত স্কোর মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ৩৮০ রান। ত্রিপুরা প্রথম ইনিংসে ১৭২ ও দ্বিতীয় ইনিংসে ১৪৩ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *