স্বামী বিবেকানন্দ ক্লাবের হীরক জয়ন্তী পূর্তিতে বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানের আয়োজন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। রাজধানীর শহর দক্ষিনাঞ্চলের স্বামী বিবেকানন্দ ক্লাবের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তী বর্ষ পালন ও বিবেকানন্দ জন্মজয়ন্তীকে সামনে রেখে একগুচ্ছ ক্রীড়া কর্মকান্ডের উদ্যোগ নেয়া হয়েছে। ইংরেজি নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত হবে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১ জানুয়ারি সকাল ৭টায় ক্রসকান্ট্রি দৌড় দিয়ে পক্ষকাল ব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে। ওই দিন সকালে হবে পুরুষ ও মহিলা বিভাগে প্রাইজমানি ক্রসকান্ট্রি। একই দিনে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। এর ঠিক পরেই ১১টায় হবে বিভিন্ন বয়স বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা। সন্ধ্যা শুরু হবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। পরে ৩ জানুয়ারি সকাল ১০টায় স্বাস্থ্য শিবির, ৪ জানুয়ারি বিকাল ৪টায় আবৃত্তি প্রতিযোগিতা, ৫ জানুয়ারি বিকাল ৫টা থেকে ক্যারাম প্রতিযোগিতা, ৭ জানুয়ারি বিকাল ৫টায় ক্যুইজ প্রতিযোগিতা, ৮ জানুয়ারি সকাল ৭টায় ক্লাব সদস্যদের মধ্যে টি-১০ ক্রিকেট ম্যাচ, পরে দুপুর ১টা থেকে উন্মুক্ত প্রাইজমানি দাবা প্রতিযোগিতা, ৯ জানুয়ারি এলাকাবাসী ও মহিলা সদস্যাদের মধ্যে নানা অনুষ্ঠান, ১০ জানুয়ারি বিকাল ৫টায় স্বামী বিবেকানন্দের উপর সঙ্গীত প্রতিযোগিতা, ১১ জানুয়ারি বিকাল ২টা থেকে বিভিন্ন বিভাগে যোগাসন প্রতিযোগিতা, ১২ জানুয়ারি সকাল ৮টায় পতাকা উত্তোলন, ১০টায় প্রবীণ নাগরিকদের সংবর্ধনা ও দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ, বিকাল ৪টায় যেমন খুশি সাজো প্রতিযোগিতা, সন্ধ্যা ৭টায় পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৪ জানুয়ারি রাজ্যের বিশিষ্ট শিল্পীদের নিয়ে বিচিত্রানুষ্ঠান হবে। বিভিন্ন প্রতিযোগিতার জন্য এন্ট্রি ফর্ম প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে ক্লাবঘর থেকে সংগ্রহ ও জমা করতে বলা হয়েছে। ফর্ম জমা করার শেষ তারিখ আগামী ২৮ ডিসেম্বর। বিস্তারিত জানার জন্যে প্রশান্ত ভৌমিক ও ড. কিশোর ধরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। হীরক জয়ন্তী বর্ষ পূর্তি অনুষ্ঠানে ক্লাবের প্রবীণ ও বর্তমান সকাল সদস্য-‌সদস্যা সহ এলাকাবাসীকে সামিল হতে সচিব কমল দেব অনুরোধ জানিয়েছেন।