চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রমেন্ট চেম্বারের সূচনা শিলচর কোর্টে

শিলচর (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রমেন্ট চেম্বারের আনুষ্ঠানিক সূচনা হয়েছে শিলচর জেলা আদালতে। এ উপলক্ষ্যে আজ শনিবার শিলচর কোর্টের নতুন ভবনে আয়োজিত হয় অনুষ্ঠান।

গৌহাটি হাইকোর্টের বিচারপতি তথা কাছাড় জেলার পত্রকোষ বিচারক কল্যাণ রাই সূচনা অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। এদিন প্রথমে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের উদ্দ্যেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন জেলা ও দায়রা জজ তথা জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান দ্রৌপদ কাশ্যপ দাস। চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রমেন্ট চেম্বার অর্থাৎ শিশুদের বন্ধুত্বপূর্ণ পরিবেশ চেম্বারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে এ ধরনের কার্যসূচি বাস্তবায়নে বিচারকবর্গ, প্রশাসনিক আধিকারিক তথা সচেতন নাগরিকদের অপরিসীম ভূমিকা নিয়ে আলোচনা করেন গৌহাটি হাইকোর্টের বিচারপতি তথা কাছাড় জেলার পত্রকোষ বিচারক কল্যাণ রাই সুরানা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা ও দায়রা জজ তথা জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান দ্রৌপদ কাশ্যপ দাস, জেলাশাসক রোহন কুমার ঝা, দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নোমাল মাহাতো, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সহ অন্যান্য বিচারকবর্গ, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি নীলাদ্রী রায়, অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ অন্যরা।

জেলা আদালত চত্বরে চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রমেন্ট চেম্বারের গুরুত্ব উত্থাপন করে অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পকসো কোর্টের স্পেশাল জজ তসফিয়া হোসেন, জেলাশাসক রোহন কুমার ঝা, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নোমাল মাহাতো, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন ও অ্যাডভোকেটস্ বার অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদকরাও।

ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব তথা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. সিদ্ধার্থশংকর শর্মা জানিয়েছেন শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ চেম্বারটি মূলত পকসো মামলার শিকার শিশু ও শিশু সাক্ষী যারা আদালতে হাজির হতে দ্বিধাবোধ করেন তাদের জন্য খোলা হয়েছে। যাতে শিশুরা সামগ্রিক দাপ্তরিক পরিবেশকে ভয় না করে নিজেদের স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে আদালতের সামনে জবানবন্দি দিতে পারে। উল্লিখিত চেম্বারটি পরিবেশকে শিশুবান্ধব করার জন্য বই, খেলনা, টেলিভিশন সেট, সোফা এবং সুন্দর দেওয়ালচিত্রের মতো কিছু সুবিধা বিদ্যমান থাকবে। আদালত ক্যাম্পাসের মধ্যে এই শিশুবান্ধব পরিবেশের প্রধান উদ্দেশ্য হল বিভিন্নভাবে নির্যাতিত শিশু ও শিশু সাক্ষীদের মানসিক অবস্থার উন্নতি করা। কারণ পকসো মামলায় জড়িত বেশিরভাগ শিশুই মানসিক চাপ এবং যন্ত্রণার শিকার হয়ে থাকেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। সকলেই এ ধরনের সময়োপযোগী কার্যসূচিকে অত্যন্ত সফল অনুষ্ঠান হিসেবে অভিহিত করেন। শিশু সুরক্ষা সমিতি এবং অন্যান্য সমস্ত স্টেকহোল্ডারদের তাদের নিজ নিজ ভূমিকা পালন করার পাশাপাশি এই মহৎ কাজ প্রসঙ্গে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন জেলা এবং দায়রা বিচারক দ্রোপদ কাশ্যপ দাস। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সিভিল জজ কংকিরানি ডেকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *