জম্মু, ১৬ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সেনা জওয়ানের বন্দুক থেকে বেরোনো গুলিতে প্রাণ হারিয়েছেন দু”জন সাধারণ নাগরিক। মৃত দু”জনের নাম-শৈলেন্দ্র কুমার ও কমল কিশোর। তাদের বাড়ি রাজৌরি জেলাতেই। এই ঘটনায় আহত হয়েছেন একজন।
হতাহতরা সেনাবাহিনীর পোর্টার হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ রাজৌরি জেলায় সেনাবাহিনীর শিবিরের আলফা গেটের দিকে যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় একজন জওয়ান গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে দু”জনের মৃত্যু হয়েছে। সেনাবাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে।

