প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফর : এমবিবি বিমানন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত স্বাগত জানাতে থাকবে ১৬টি সাংস্কৃতিক দল, জানালেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক

আগরতলা, ১৬ ডিসেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৮ ডিসেম্বর একদিনের ত্রিপুরা সফরে আগরতলায় আসছেন। বায়ুসেনার বিশেষ বিমানে তিনি দুপুর ২টা ২৫ মিনিটে মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে অবতরণ করবেন। ২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন এবং কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এরপর তিনি রাজ্য অতিথিশালায় মতবিনিময়ের পর ৫টা ১৫ মিনিটে আগরতলা ত্যাগ করবেন। আজ বিকেলে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এই সংবাদ জানিয়েছেন।

এদিন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক জানান, সারা ত্রিপুরা থেকে স্বামী বিবেকানন্দ ময়দানের জনসভায় আসা ও ফিরে যাওয়ার জন্য বিশেষ ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে। আগরতলা বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত সড়কে ১৬টি সাংস্কৃতিক দল প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ত্রিপুরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

এদিন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ জানান, প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে। যাঁরা স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন তাঁরা ছাতা, জলের বোতল, ব্যাগ না আনেন তার জন্য তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান, মাঠে পানীয় জল, অস্থায়ী শৌচালয়, মেডিক্যাল টিমের ব্যবস্থা থাকবে।  জনসাধারণকে সকাল ১১টার পর মাঠে প্রবেশ করতে দেওয়া হবে। স্বামী বিবেকানন্দ ময়দানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রীর সফরের সময় আগরতলায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে। প্রয়োজনে হাসপাতাল, বিমানবন্দর বা অন্য কোথাও যেতে যেন কোনও অসুবিধা না হয় তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।