ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। খেলেছে ত্রিপুরা, কিন্তু জিতেছে নেপাল। সিকিমে আয়োজিত আন্তর্জাতিক মানের আমন্ত্রণ মূলক ভলিবল টুর্নামেন্টে পুরুষ বিভাগে ত্রিপুরা দল নেপালের সঙ্গে শূন্য-তিন সেটে পরাজিত হয়েছে। ত্রিপুরা দলের খেলোয়াড়রা যথেষ্ট লড়াই করেছে, কিন্তু দক্ষতার নিরিখে নেপালের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। নেপাল ২৫-২০, ২৫ ২৩, ২৫-১৯ পয়েন্টে ত্রিপুরাকে পরাজিত করেছে। উল্লেখ্য, সিকিমের নামচিতে পূর্বোত্তর আমন্ত্রণমূলক ভলিবল টুর্নামেন্টে নেপাল থেকে দুটো দল অংশ নিয়েছে। প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে রাজ্য দলের খেলোয়াড়রা মাঠে সেখানকার ক্রীড়া প্রশাসক এবং মন্ত্রী মন্ডলীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনেও ত্রিপুরা দল এ ধরনের টুর্নামেন্টে অংশ নেবে বলে আগ্রহ প্রকাশ করেছেন।
2022-12-16