কুয়ালা লামপুরের উপকন্ঠে ভূমিধসে মৃত্যু দু”জনের, নিখোঁজ কমপক্ষে ৫১ জন

কুয়ালা লামপুর, ১৬ ডিসেম্বর (হি.স.): মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরের উপকন্ঠে ভূমিধসে প্রাণ হারালেন দু”জন। এছাড়াও কমপক্ষে ৫১ জন নিখোঁজ রয়েছেন, তাঁদের সন্ধানে খোঁজ চলছে। শুক্রবার ভোররাত ২.২৪ মিনিট নাগাদ কুয়ালা লামপুরের উপকন্ঠে একটি ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, যে সময় ভূমিধসের ঘটনা ঘটে, তখন ক্যাম্পসাইটে কমপক্ষে ৭৯ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩ জন অক্ষত রয়েছেন। সকাল সাতটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দু”জনের মৃত্যু হয়েছে ও ৫১ জন নিখোঁজ রয়েছেন।