নিয়মিতকরণের দাবীতে জিবি হাসপাতালে বিক্ষোভ অনিয়মিত কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷  স্বাস্থ্য দপ্তরের অধিন বিভিন্ন হাসপাতালে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরনের দাবিতে শুক্রবার  জিবি হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মী মঞ্চ৷
ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মী মঞ্চের নেতৃত্বরা জানান ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির পক্ষ থেকে তাদেরকে নিয়মিতকরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক এতদিন তারা কোন ধরনের আন্দোলন করেনি৷ তারা আশায় ছিল তাদেরকে সরকার নিয়মিত করবে৷ কিন্তু ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আর বেশিদিন নেই৷ এখনো তাদেরকে নিয়মিতকরনের জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ বহুবার তারা এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে৷ কিন্তু এখনো তারা সরকারের কাছ থেকে কোন ধরনের ইতিবাচক সাড়া পায়নি৷ তাই এইদিন তারা নিয়মিতকরনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ এইদিন তারা সরকারকে ১৫ দিনের সময় সীমা বেধে দেয়৷