বিহারে হ্যান্ডবল ত্রিপুরার জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। জয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। বিহারের সরনে অনুষ্ঠিত ৩৭ তম জাতীয় সাবজুনিয়র বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতায়। শুক্রবার দুটি ম্যাচ হয় ত্রিপুরার। প্রথম ম্যাচে চন্ডিগড়ের বিরুদ্ধে১৮-‌১৫ গোলে জয় পাওয়ার পর দুপুরে কর্মাটককে ৬-‌১৪ গোলে পরাজিত করে ত্রিপুরা। রাজ্য হ্যান্ডবল সংস্থার সচিব লিটন রায় বিহার থেকে ওই খবর জানিয়েছেন।