ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। জয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। বিহারের সরনে অনুষ্ঠিত ৩৭ তম জাতীয় সাবজুনিয়র বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতায়। শুক্রবার দুটি ম্যাচ হয় ত্রিপুরার। প্রথম ম্যাচে চন্ডিগড়ের বিরুদ্ধে১৮-১৫ গোলে জয় পাওয়ার পর দুপুরে কর্মাটককে ৬-১৪ গোলে পরাজিত করে ত্রিপুরা। রাজ্য হ্যান্ডবল সংস্থার সচিব লিটন রায় বিহার থেকে ওই খবর জানিয়েছেন।
2022-12-16

