ব্যাট হাতে দুরন্ত বিপ্রজিৎ, শ্রীমন, উদয়পুর ক্রিকেটে জয়ী কেবিআই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। জয় পেলো কে বি আই সি সি ‘‌এ’ দল । মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। কে বি আই মাঠে শুক্রবার কে বি আই সি সি ‘‌এ’ দল ৫ উইকেটে পরাজিত করে ‌কে বি আই সি সি ‘‌বি’ দলকে। এদিন সকালে টসে জয়লাভ করে কে বি আই সি সি ‘‌বি’ দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বিপক্ষ দল। কে বি আই সি সি ‘‌বি’ দল নির্ধারিত ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বিপ্রজিৎ ১১০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ (‌অপ:‌)‌, আসরে খেলা একমাত্র বালিকা ক্রিকেটার অ্যাঞ্জেল পাল ৬৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং তন্ময় দাস ৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করে।  কে বি আই সি সি ‘‌এ’ দলের পক্ষে অর্কদ্যুতি রায় (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে কে বি আই সি সি ‘‌এ’ দল ২২.‌৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দুরন্ত ফর্মে থাকা শ্রীমন দেবনাথ ৪৬ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ এবং সাহিন আহমেদ পোদ্দার ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ (‌অপ:‌) রান করে। কে বি আই সি সি ‘‌বি’ দলের পক্ষে অ্যাঞ্জেল পাল (‌২/‌৯) এবং বিপ্রজিৎ দাস (‌২/‌৩৪) সফল বোলার।‌‌