বিহারে বিষমদ কাণ্ডে মৃত্যু বেড়ে ৫০, আরও প্রাণহানির শঙ্কা

পাটনা, ১৬ ডিসেম্বর (হি.স.): বিহারের সরণ জেলার ছাপড়ায় বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫০-এ পৌঁছেছে। আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনও অনেকেই অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জেলার মাসরাখ ব্লকে সবচেয়ে বেশি মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও ইশুয়াপুর, আমনাপুর ও মারহাউরা এলাকার বাসিন্দারাও প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিষমদখেয়ে অসুস্থ ১৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বিষমদের ঘটনায় ইতিমধ্যেই স্টেশন হাউস অফিসার ঋতেশ মিশ্র ও কনস্টেবল বিকাশ টিওয়ারিকে সাসপেন্ড করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে মদ নিষিদ্ধ বিহারে। সেই সময় থেকেই ”সুখা” রাজ্য হিসেবে পরিচিত বিহার।