বিলোনিয়ায় ক্রিকেটে আমজাদ নগর ও আর্য কলোনি স্কুল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। জয পেলো আমজাদ নগর এবং আর্য কলোনি স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেটে। শুক্রবার আসরের দুটি ম্যাচ হয়। আমজাদ নগর স্কুল মাঠে এদিন আমজাদনগর ৮ উইকেটে পরাজিত করে বিদ্যাপীঠ স্কুলকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বিদ্যাপীঠ স্কুল ৬৬ রান করে। দলের পক্ষে ওপেনার দ্বীপতনু দত্ত ৭৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে। আমজাদ নগর স্কুলের পক্ষে আজাদ মিঁয়া (‌৩/‌৫) এবং সুজন মিঁয়া (‌৩/‌১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে আমজাদ নগর ১৩.‌২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে আকাশ হুসেন ২৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রানে এবং জয়দেব মজুমদার ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২ রানে অপরাজিত থেকে যায়। এন বি মাঠে অপর ম্যাচে আর্যকলোনি স্কুল ১২ রানে পরাজিত করে বড়পাথারি স্কুলকে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আর্য কলোনি স্কুল অতিরিক্ত ৪৯ রানের কাধে ভর দিয়ে ৮৯ রান করে। দলের পক্ষে দীপ্তনীল সাহা ৩৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং ত্রিশানু দত্ত ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। বড়পাথারি স্কুলের পক্ষে দ্বীপ মজুমদার (‌৪/‌৮) এবং সাগর বিশ্বাস (‌৪/‌১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমেবড়পাথারি স্কুল ৭৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে চিন্ময় পাল ২৬ এবং শুভদীপ মজুমদার ২৫ রান করে।‌‌‌‌ আর্য কলোনি স্কুলের পক্ষে দীপ্তনিল সাহা (‌৩/‌৯) এবং প্রশান্ত বিশ্বাস (‌৩/‌৩৩) সফল বোলার।‌‌