সিওয়ান, ১৬ ডিসেম্বর (হি.স.): ছাপরার পর এবার সিওয়ান। বিহারে বিষমদ খেয়ে ফের মৃত্যু। এবার বিহারের সিওয়ান জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। সিওয়ানের ভগবানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। শুক্রবার ৫ জনের মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে সিওয়ানের ভগবানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এদিন সকালে ক্ষুব্ধ মানুষজন ছাপড়া-মালমালিয়া সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান। রাস্তায় দেহ রেখে তাঁরা ক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

