রায়গঞ্জ, ১৬ ডিসেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর সংলগ্ন এফসিআই মোড় এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক গ্রামীণ চিকিৎসকের। গুরুতর জখম হয়েছেন তাঁর প্রেমিকার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পবিত্র রায় (২৮)। পেশায় গ্রামীণ চিকিৎসক। জখম প্রেমিকা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেরই বাড়ি কালিয়াগঞ্জে।
বৃহস্পতিবার রাতে কাজ করে বাড়ি ফিরছিলেন পবিত্র ও তাঁর প্রেমিকা। সেই সময় উলটো দিক থেকে আসা একটি লরি তাঁদের বাইকে ধাক্কা মারে। দু’জনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওই যুবতী সেখানেই চিকিৎসাধীন। লরিটিকে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।