১০০-দিনের আরও উজ্জীবিত কংগ্রেস, শততম দিনে দৌসা থেকে শুরু ভারত জোড়ো যাত্রা

দৌসা, ১৬ ডিসেম্বর (হি.স.): দেখতে দেখতে শততম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। ১০০-দিনে আরও উজ্জীবিত হয়ে উঠেছে কংগ্রেস নেতৃবৃন্দ। শুক্রবার সকালে রাজস্থানের দৌসা থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা।

দৌসার মীনা হাইকোর্ট থেকে শুক্রবার সকাল ৬টা নাগাদ শুরু হয় ভারত জোড়ো যাত্রা। এদিন ভারত জোড়ো যাত্রার শততম দিন উদযাপন করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। রাহুল গান্ধীর নেতৃত্বে হাজার-হাজার কংগ্রেস কর্মী ও সমর্থক ভারত জোড়ো যাত্রায় পা মেলান। দেশকে ঐক্যবদ্ধ ও অখণ্ড করার বার্তা দিতে থাকেন তাঁরা।