কাছাড়ে বাজেয়াপ্ত ৫০ বস্তা বার্মিজ সুপারি, আটক তিন

ধলাই (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : ফের কাছাড় জেলায় বাজেয়াপ্ত হয়েছে ৫০ বস্তা সুপারি। জেলার ধলাই থানার নাকা চেকিঙের সময় ভাগা থেকে শিলচর অভিমুখী এএস ১১ ডিসি ৮৭৪৮ এবং এএস ২৪ এসি ৩৮৩২ নম্বরের দুটি লরি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি ।

অবৈধ ভাবে সুপারি সরবরাহের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের হাতে ধৃত তিনজন যথাক্রমে কাছাড় জেলার সোনাই ধনীপুর এলাকার জনৈক সামসুল হক, হাইলাকান্দি জেলার সাইদুল ইসলাম এবং আব্দুল হাসান। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।