কিয়েভ (ইউক্রেন), ১৪ ডিসেম্বর (হি.স.): বুধবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের কেন্দ্রস্থলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কোনও নিশ্চিত কারন পাওয়া যায়নি।
কিয়েভ মেয়র ভিটালি ক্লিটসকো নিশ্চিত করেছেন যে বুধবার ভোরে শহরের কেন্দ্রস্থলের শেভচেনকিভস্কি জেলায় বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, বিস্ফোরণের প্রায় ২০ মিনিট আগে রাজধানী এবং এর আশেপাশের এলাকায় বিমান হামলার সাইরেন বাজানোর সতর্কতা ছিল। কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, বিমান প্রতিরক্ষা মন্ত্রক কাজ করছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন যে, জরুরি পরিষেবাগুলি পাঠানো হয়েছে।