সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

গ্যাংটক, ১৪ ডিসেম্বর (হি.স.): দার্জিলিংয়ে বৃষ্টি এবং সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বুধবার এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর থেকে নামবে পারদ। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সিকিমে বৃষ্টি এবং তুষারপাত দুটই হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়েছে। ঠান্ডায় কাঁপছে দার্জিলিং। কালিম্পং-কার্শিয়াংয়েও কনকনে ঠান্ডা। তাপমাত্রার পারদ নেমেছে সিকিমেও। নর্থ সিকিমে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। উত্তুরে হাওয়া হু হু করে ঢুকতে শুরু করে দিয়েছে উত্তরবঙ্গে। তার জেরে তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছে।