ধুবড়ি (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : বিলাসীপারার ‘গ্যাঙ অব ডেভিলস’ কাণ্ডের মূল অভিযুক্ত আখিরুল ইছলামকে গতকাল রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হালাকুরা পল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে| আখিরুলই সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল করেছিল বলে পুলিশ সূত্রের দাবি|
এছাড়া এই গ্যাঙের আরেক উদণ্ড সদস্য তথা মোটর বাইক দিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে যে মেরেছিল, সেই মিনহাজুল করিমকেও গৌরীপুর থেকে গ্ৰেফতার করা হয়েছে। এর আগে গ্যাঙের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্য তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ আজ ধৃত অভিযুক্তদের বিলাসীপাড়া মহকুমা বিচারবিভাগীয় আদালতে হাজির করেছে।
এদিকে বিলাসীপাড়ার ‘গ্যাঙ অব ডেভিলস’ কাণ্ড নয়া মোড় নিয়েছে। ‘গ্যাঙ অব ডেভিলস’ গ্রুপের মোস্ট ওয়ান্টেড আখিরুল ইসলাম এবং মিনহাজুল করিমের ব্যবহৃত তিনটি মোটর বাইক গতকাল রাতে বিলাসীপাড়া থানা চত্বরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুবৃত্ত। ভস্ম বাইক তিনটির নম্বর এএস ১৯ এইচ ১৫৫৫, এএস ১৭ এম ৪৫২৫ এবং এএছ ১৭ এম ১১০১-।

