বিজয় মার্চেন্ট ট্রফি : শেষ দুটি ম্যাচের জন্য রাজ্যদল অনেকটা অপরিবর্তিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে শেষ দুটি ম্যাচের জন্য রাজ্য দল অনেকটা অপরিবর্তিত রাখা হয়েছে। দুজনকে সরিয়ে স্ট্যান্ডবাই থেকে অন্য দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্য দল এখন সুরাটেই রয়েছে। সেখানেই আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বর চতুর্থ ম্যাচে খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। পঞ্চম তথা গ্রুপ লীগের শেষ ম্যাচ উড়িষ্যার বিরুদ্ধে। খেলা ২৩ থেকে ২৫ ডিসেম্বর। ২০ সদস্য বিশিষ্ট রাজ্য দল অনেকটা অপরিবর্তিত রাখা হলেও সাপোর্ট স্টাফ পুরোপুরি অপরিবর্তিত রাখা হয়েছে। শেষ দুটি ম্যাচের জন্য রাজ্য দলের

 ক্রিকেটাররা হলো:‌ দীপঙ্কর ভাটনাগর (‌অধিনায়ক), দেবাংশু দত্ত (‌সহ অধিনায়ক)‌, জয়জিৎ সাহা, বিশাল শীল, আয়ুষ অনিল দেবনাথ, সৌরদ্বীপ দেববর্মা, শুভজিৎ দাস, দেবজ্যোতি পাল, সঞ্জয় নম:‌, সৌভিক চক্রবর্তী, রাকেশ রুদ্র পাল, সৌরভ সরকার, রিয়াদ হুসেন, শারিফ উদ্দিন, রুদ্র সেনগুপ্ত, পিনাক দেব, অভিক পাল, আকাশ নাথ, সাগর সূত্রধর এবং আকাশ রায়। কোচ:‌ সুজিত রায়, রাশুদেব দত্ত, ম্যানেজার জয়দেব সাহা, ফিজিও সোহাগ চন্দ্র সাহা এবং ট্রেণার:‌ অজিতাভ নাথ।  ‌