নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদের উভয়কক্ষে বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ভারতীয় সেনা সময়ে হস্তক্ষেপ করেছিল বলেই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। চিনের পিপল লিবারেশন আর্মির জওয়ানরা পিছু হঠতে বাধ্য হন।’’ এর পরেই রাজনাথ বলেন, ‘‘ … তা ছাড়া, অরুণাচল সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনীর কারও মৃত্যু হয়নি। কেউ বড় ধরনের আঘাতও পাননি। আমরা জানি এটুকু সমস্যা সামলে নেওয়ার ক্ষমতা আছে ভারতীয় সেনার।’’
এদিকে, রাজনাথের এই বক্তব্যের পরই গন্ডগোল শুরু হয় লোকসভায়। স্পিকার ওম বিড়লাকে বলতে শোনা যায়, ‘‘সেনা বাহিনীর প্রতি সমর্থন জানানোর জন্য সাংসদরা দয়া করে একজোট হোন।’’ কিন্তু তার পরও গন্ডগোল জারি থাকে। বিরোধী সাংসদরা এক যোগে ওয়াকআউট করেন সংসদের নিম্নকক্ষের অধিবেশন থেকে। সংঘর্ষের বিষয়ে এদিন রাজ্যসভাতেও বিবৃতি দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

