এনইসি-র সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ১৮ ডিসেম্বর শিলং আসছেন প্রধানমন্ত্রী, যাওয়ার কথা ত্রিপুরায়ও

শিলং, ১৩ ডিসেম্বর (হি.স.) : আগামী ১৮ ডিসেম্বর মেঘালয়ের রাজধানী শিলঙে উত্তর-পূর্ব পরিষদ (নর্থ-ইস্ট কাউন্সিল বা এনইসি)-এর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগদান করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসবেন ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন (ডোনার) দফতরের মন্ত্রী গঙ্গাপুরম কিষাণ রেড্ডি, উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যপাল, উত্তরপূর্বীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরের কেন্দ্রীয় এবং রাজ্যের বহু শীর্ষ আধিকারিক। এদিনই প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরের কথা রয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে সরকারিভাবে ঘোষণা করা না হলেও আজ মঙ্গলবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানান, আইআইএম-শিলঙে অনুষ্ঠেয় এনইসি-র সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ১৮ ডিসেম্বরের অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী মোদী। মাত্র তিন ঘণ্টার জন্য আসবেন প্রধানমন্ত্রী।

এখানে উল্লেখ করা যেতে পারে, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে পৃথক ভাবে এই পরিষদ গঠন হয়েছিল ১৯৭২ সালে। ২০১৫ সালে প্রথমবারের মতো নর্থ-ইস্ট কাউন্সিলের বৈঠকে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে এসেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। এই দুই প্রধানমন্ত্রী ছাড়া আর কোনও প্রধানমন্ত্রী নর্থ-ইস্ট কাউন্সিলের কোনও বৈঠক বা অনুষ্ঠানে সশরীরে অংশগ্রহণ করেননি।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওইদিনই (১৮ ডিসেম্বর) ত্রিপুরায়ও যাবেন বলে সূচি তৈরি করা হয়েছে বলে বিশেষ অন্য এক সূত্রের খবর। আগামী বছর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে এই সফরে নরেন্দ্র মোদী প্রচারাভিযানের সূচনা করবেন বলেও সূত্রটির দাবি।