পদত্যাগ মিজোরামের আবগারি মন্ত্রী কে বেইচুয়ার

আইজল, ১৩ ডিসেম্বর (হি.স.) : মিজোরামের আবগারি ও মাদক (একসাইজ অ্যান্ড নারকোটিক) দফতরের মন্ত্রী কে বেইচুয়া ইস্তফা দিয়েছেন। ইতমধ্যে তিনি তাঁর পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার কাছে জনা দিয়েছেন।

আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে কে বেইচুয়া বলেন, শীঘ্র মন্ত্রিসভা রদবদলের পরিপ্রেক্ষিতে সিএম জোরামথাঙ্গা নাকি তাঁকে পদ থেকে পদত্যাগ করতে বলেছিলেন। তাই আজ তিনি তাঁর পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্য বিধানসভা নির্বাচনের এক বছর আগে জোরামথাঙ্গা তাঁর মন্ত্রিসভায় রদবদল করতে চাইছেন। রদবদলে কয়েকজন মন্ত্রী বাদ পড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *