আগরতলা, ১৩ ডিসেম্বর (হি. স.) : উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মৎস্য উৎপাদন জাতীয় গড় থেকে কম। উদ্বেগের সুরে একথা বলেন মণিপুরের মৎস্যমন্ত্রী এইচ ডিঙ্গো সিং।
প্রসঙ্গত, ত্রিপুরায় লেম্বুছড়াস্থিত কলেজ অব ফিসারিজে আজ থেকে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী রেসপনসিবল অ্যাকুয়াকালচার অ্যান্ড সাসটেনেবল ফিসারিজ ইন্টারেক্ট (আরএএসএইচআই) ২০২২ এর উপর আন্তর্জাতিক সম্মেলন এবং মৎস্য উৎসব। কলেজ অব ফিসারিজের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে এই সম্মেলন ও উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং।
সম্মেলনে ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ ও জাপানের মৎস্য বিজ্ঞানীগণ অংশ নিয়েছেন। সম্মেলন উপলক্ষে ৬টি বিভিন্ন বিষয় যথাক্রমে ফিসারিজ রিসোর্স অ্যান্ড সাসটেনেবিলিটি, ইনোভেশন ফর নিউট্রিশনাল সিকিউরিটিস, জিনোম টু ফেনোম ইন অ্যাকুয়াটিক্স, হেলদি অ্যাকুয়াটিক্স ফর ওয়েলদি ফিস, অ্যাকুয়া রিসোর্স ইউটিলাইজেশন : নেট টু মাউথ এবং স্মার্ট ফিসার ফর অ্যাডভান্সড সোসাইটি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও থাকবে স্যাটেলাইট মিটস।
মৎস্য উৎসবের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং বলেন, এই কলেজ থেকে পাশ করে যাওয়া ছাত্রছাত্রীরা আজ দেশ বিদেশের বিভিন্ন সংস্থাতে সুনামের সাথে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন এই কলেজ আগামীদিনেও ছাত্রছাত্রীদের সফল কর্মজীবন গঠনে আশানুরূপ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথা মণিপুরের মৎস্যমন্ত্রী এইচ ডিঙ্গো সিং বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মৎস্য উৎপাদন জাতীয় গড় থেকে কম। এখানকার মৎস্যচাষীরা ভূমিগত বৈচিত্র এবং আবহাওয়ার জন্য মৎস্য উৎপাদনের ক্ষেত্রে কঠিন সমস্যার সম্মুখীন হন। তিনি বিজ্ঞানীদের এই সমস্যা দূরীকরণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। সাথে তিনি যোগ করেন, মাছ দেহের প্রোটিনের চাহিদা পূরণে অন্যতম উপাদান। তাই বর্তমানে মাছ উৎপাদন দেশের অর্থনীতি এবং জীবনযাত্রায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে।
তাঁর দাবি, উন্নত বৈজ্ঞানিক পন্থা ব্যবহারের মাধ্যমে দেশে মাছের উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা চলছে। তিনি মৎস্য কলেজের প্রশংসা করে বলেন, এই কলেজ বর্তমানে শিক্ষা প্রদানে দেশের অন্যতম কলেজে পরিণত হয়েছে। এজন্য তিনি এখানকার সকল অধ্যাপক অধ্যাপিকাগণের ভূয়সী প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১২টি বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা, গবেষক, মৎস্য আধিকারিক, মৎস্যচাষীদের সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে আরএএসএইচআই-২০২২ এর উপর অ্যাবস্ট্রাক্ট বুক, সুভেনিয়র সহ সিলভার জুবিলি ওয়াল ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার, প্র্যাক্টিস বুক, ইনোভেশন বুক ইত্যাদির মলাট উন্মোচন করা হয়েছে।

