ডিমা হাসাওয়ে ট্রেডিং লাইসেন্স পুনর্নবীকরণের নয়া বিধির বিরুদ্ধাচরণ জেলা কংগ্রেসের

হাফলং (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় ট্রেডিং লাইসেন্স পুনর্নবীকরণ নিয়ে এবার বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে, ডিমা হাসাও জেলার যাঁরা স্থায়ী বাসিন্দা রয়েছেন এবং যাঁরা পাহাড়ি জেলায় ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তাঁরা তাঁদের ট্রেডিং লাইসেন্স পুনর্নবীকরণ করতে ট্রেড লাইসেন্সের সঙ্গে কিউআর কোড যুক্ত পিআরসি জমির পাট্টা জমির খাজনা প্রদানের নথি ১৯৭১ সালে নাম থাকা ভোটার তালিকা ও ২০১৮ সালে নাম থাকা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভোটার তালিকা প্রমাণ্য নথি হিসেবে জমা করতে হবে।

তাছাড়া যে সব লোক ডিমা হাসাও জেলার বাইরে থেকে এসে এখানে ব্যবসাবাণিজ্য চালিয়ে যাচ্ছেন তাঁরা তাঁদের দাওট্যাক্স পাস সার্টিফিকেট জমা দিলেই তাঁদের ট্রেডিং লাইসেন্স পুনর্নবীকরণের জন্য বিবেচিত হবে। অন্যথায় তাঁদের ট্রেডিং লাইসেন্স বাতিল বলে গণ্য করা হবে।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ থেকে এধরনের নির্দেশনা আসার পর পাহাড়ে ব্যবসায়ীরা এখন বিপাকে পড়েছেন। কারণ অনেক স্থায়ী বাসিন্দার কাছে উত্তর কাছাড় পার্বত্য পরিষদ থেকে প্রদান করা কিউআর কোড যুক্ত পিআরসি নেই। আবার অনেকের নাম ১৯৭১ সালের ভোটার তালিকায়ও নেই। এই অবস্থায় অনেকেই ট্রেডিং লাইসেন্স পুনর্নবীকরণ করতে গিয়ে বিপাকে পড়েছেন। কারণ ট্রেডিং লাইসেন্সের সঙ্গে এসব প্রমাণ্য নথি না থাকলে উত্তর কাছাড় পার্বত্য পরিষদ তা নিতে চাইছে না।

ডিমা হাসাও জেলার বহু স্থায়ী বাসিন্দার কাছেও এসব নথি নেই বলে জানা গিয়েছে। এই অবস্থায় ট্রেডিং লাইসেন্স পুনর্নবীকরণ না করলে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই অনেক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের এমন আজব নির্দেশনা নিয়ে এবার ডিমা হাসাও জেলা কংগ্রেস সরব হয়ে উঠৈছে। আজ মঙ্গলবার হাফলং রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার এর বিরোধিতা করে বলেন, ট্রেডিং লাইসেন্সের নামে ডিমা হাসাও উপজাতি অ-উপজাতি সম্প্রদায়ের স্থায়ী বাসিন্দাদের সঙ্গে অন্যায় করছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ক্ষমতাসীন বর্তমান সরকার।

সমরজিৎ বলেন, এ ধরনের নির্দেশনা একেবারে হাস্যকর। তিনি বলেন, যাঁরা এখানের স্থায়ী বাসিন্দা তাঁদের কিনা এবার নিজেদের ট্রেডিং লাইসেন্স পুনর্নবীকরণ করার ক্ষেত্রে এ ধরনের নথিপত্র জমা করতে হবে। তবে যাঁরা বাইরে থেকে এসে ডিমা হাসাও জেলায় ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তাঁদের ক্ষেত্রে এসব নথির প্রয়োজনীয়তা নেই। শুধু দাওট্যাক্স পাস সার্টিফিকেট দিলেই তাঁদের লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে। তার মানে ডিমা হাসাও জেলার স্থায়ী বাসিন্দাদের ব্যবসা বন্ধ করে দিয়ে বাইরে থেকে এসে যাঁরা এখানে ব্যবসা করছেন তাঁরাই শুধু এখানে ব্যবসা করতে পারবেন। এমনটাই মনে হচ্ছে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের পক্ষ থেকে জারি করা নির্দেশনায়।

সমরজিৎ হাফলংবার বলেন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদ কর্তৃপক্ষ যদি এ ধরনের নির্দেশনা নিয়ে পুর্নবিবেচনা না করে তা-হলে ডিমা হাসাও জেলা কংগ্রেস সাধারণ নাগরিকদের নিয়ে পথে নামতে বাধ্য হবে। তিনি জানান, ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার। তিনি এদিন পার্বত্য পরিষদের শাসন-ক্ষমতায় থাকা বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এই সরকারের আমলে ডিমা হাসাও জেলায় গুণ্ডারাজ চলছে।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস যে ফলাফল দেখিয়েছে এতে ডিমা হাসাও জেলা কংগ্রেসের নেতা-কর্মীরা উৎসাহিত হয়েছেন। সমরজিৎ বলেন, যাঁরা দেশে হিংসার রাজনীতি করে এঁদের রাজনীতি ধীরে ধীরে শেষ হয়ে আসবে। তাছাড়া ডিমা হাসাও জেলায় বর্তমানে যে ভাবে গুণ্ডারাজ চলছে, এই অবস্থায় এ-সব দলকে জনতা গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করবে তা এক প্রকার নিশ্চিত, দাবি সমরজিৎ হাফলংবারের।