নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে কমেছে, তবে দাপট পুরোপুরি কমেনি। সংক্ৰমণ বাড়লেও দিল্লিতে মশাবাহিত এই রোগে চলতি বছর মৃত্যু হয়নি কারও। সেপ্টেম্বর মাসে দেশের রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছিলেন ৬৯৩ জন, অক্টোবর মাসে সেই সংখ্যা বেড়ে হয় ১,২৩৮, নভেম্বরে ১,৪২০ ও ডিসেম্বরে তা কমে ২৬২-তে পৌঁছেছে। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ৩,৮৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, অক্টোবর মাসে সেই সংখ্যা বেড়ে হয় ১,২৩৮, নভেম্বরে ১,৪২০ ও ডিসেম্বরে তা কমে ২৬২-তে পৌঁছেছে। সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে ডিসেম্বর মাসে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৬২ জন, বিগত এক সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ২৬২।
চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩,৮৫৭ জন, যদিও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু”জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে।