নাগপুর, ১১ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের নাগপুর রেল স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভযাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে নাগপুর রেল স্টেশনে সবুজ পতাকা নেড়ে হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভযাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত এক্সপ্রেসের শুভযাত্রা শুরুর শুভক্ষণে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও।
হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভযাত্রার সূচনা করার পাশাপাশি নাগপুর মেট্রোতেও চড়েছেন প্রধানমন্ত্রী। ফ্রিডম পার্ক থেকে খাপরি পর্যন্ত মেট্রোতে সফর করেছেন প্রধানমন্ত্রী। ফ্রিডম পার্ক স্টেশনে প্রধানমন্ত্রী নিজের টিকিট কাটেন, এরপর মেট্রোতে সফর করেছেন। এই সময়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।