বারাণসী, ১১ ডিসেম্বর (হি.স.): কাশীতে মহাকবি সুব্রহ্মণ্যম ভারতীর ৯৬ বছর বয়সী ভাইপো শ্রী কে ভি কৃষ্ণন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সর্বকালের সর্বশ্রেষ্ঠ তামিল সাহিত্যিকদের মধ্যে একজন, কাশীর হনুমান ঘাটে অবস্থিত মহাকবি ভারতীর বাসস্থান শিক্ষার কেন্দ্র এবং পবিত্র একটি তীর্থভূমি হিসেবেই খ্যাত।
রবিবার সকালে কাশীর হনুমান ঘাটে অবস্থিত মহাকবি ভারতীর বাসস্থানে যান জয়শঙ্কর। রবিবার মহাকবির জন্মদিন, সেই উপলক্ষ্যেই তাঁর বাড়িতে যাওয়া জয়শঙ্করের। সুব্রহ্মণ্যম ভারতীর ৯৬ বছর বয়সী ভাইপো শ্রী কে ভি কৃষ্ণনের সঙ্গেও কথা বলেছেন জয়শঙ্কর। এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, কাশীতে মহাকবি সুব্রহ্মণ্যম ভারতীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তাঁর নাতনি থিরু কে ভি কৃষ্ণনজির কাছ থেকে আশীর্বাদ এবং উৎসাহ পেয়ে বিনীত।