বুন্দি, ১১ ডিসেম্বর (হি.স.): দেখতে দেখতে ৯৫-তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। রবিবার সকালে রাজস্থানের বলদেবপুরা থেকে শুরু হয়েছে ‘ভারত জোড়ো যাত্রা’, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এদিনও পদযাত্রায় হাঁটেন অসংখ্য কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিনও পদযাত্রায় সামিল হন।
ভারত জোড়ো যাত্রার মাঝে এদিন গরুর গাড়ি চালাতেও দেখা যায় রাহুল গান্ধীকে। হাঁটতে হাঁটতেই নেতা ও কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও মিলিত হন রাহুল গান্ধী। রাহুল গান্ধী হাঁটতে হাঁটতেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেছেন। সাধারণ মানুষের মধ্যেও বিশেষ উৎসাহ ও উন্মাদনা চোখে পড়েছে। এদিন ভারত জোড়ো যাত্রার ফাঁকে রাজস্থান থেকে শিমলা উড়ে যান রাহুল, পুনরায় তিনি ফিরে আসবেন।